পাইকগাছায় গৃহবধুকে যৌতুকের দায়ে নির্যাতনের অভিযোগ

0
288

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় এক গৃহবধুকে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর কর্তৃক নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে গত ৬ জুন। এ ঘটনায় নির্যাতিতার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জানা যায়, উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের আজিত গাজীর ছেলে রাশেদুলের সাথে পার্শ্ববর্তী তালা থানার মুড়াগাছা-শাহপুর গ্রামের মৃত আতিয়ার গাজীর মেয়ে পারভীনের সহিত ইসলামী শরিয়াম মোতাবেক ৬ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর হতে যৌতুক লোভী স্বামী রাশেদুল ও তার পিতা পারভীনের উপর নির্যাতন করে আসছিল। পিতৃহীণ পারভীন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে পিত্রালয়ে যেয়ে ভাইয়ের নিকট থেকে স্বামীর সংসার টিকিয়ে রাখার জন্য একাধিকবার যৌতুক এনে দেয়। ইতিমধ্যে তাদের ঘরে একটি পুত্র সন্তান ও জন্ম নেয়। সন্তান এবং সংসারের দিকে তাকিয়ে পারভীন সবকিছু নিরবে সহ্য করে এতদিন ছিল কিন্তু গত ৬ জুন সকালে যৌতুক লোভী স্বামী রাশেদুল ও তার পিতা আজিত গাজী, পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক আনার জন্য পারভীনের উপর চাপ সৃষ্টি করে। পারভীন যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে স্বামী, শ্বশুর, শাশুড়ী ও দেবর মিলে পারভিন বেগমকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে রাস্তার উপর ফেলে দেয়। তার অবস্থা বেগতিক দেখে পথচারীরা একটি ভ্যান যোগে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে তার পিত্রালয়ে সংবাদ পৌছিয়ে দেয়। এরপর পারভিনের আত্মীয় স্বজন হাসপাতালে এসে তার চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে পারভীনের ভগ্নিপতি হাবিবুর রহমান চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে। সে জানায়, প্রায় পারভীনের স্বামী তাকে যৌতুকের দাবিতে মারপিট করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

খবর ৭১/ইঃ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here