পাইকগাছায় ঔষধ ফার্মেসীর জাল লাইসেন্সের অভিযোগে কারণ দর্শানো নোটিশ

0
286
Exif_JPEG_420

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার জাল-জালিয়াতি লাইসেন্স নিয়ে ঔষধ ব্যবসা পরিচালনার অভিযোগে রহিমা ফার্মেসীর মালিক গোলাম মোস্তফাকে ৭ দিনের কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, জেলা ঔষধ প্রশাসন তত্ববধায়ক আব্দুর রশীদ এ নোটিশ প্রদান করেছেন। এ ঘটনায় অনেক অবৈধ ঔষধ ব্যবসা প্রতিষ্ঠান আতংকে রয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রহিমা ফার্মেসীতে ঔষধ প্রশাসন তবধায়ক, খুলনার মোঃ আব্দুর রশীদের নেতৃত্বে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আউয়াল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় রহিমা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ডাক্তারী স্যাম্পল, ফ্রিজে মাছ-মাংস রাখা ও দোকানের নামে জালিয়াতি লাইসেন্সের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আউয়াল মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ডাক্তারী স্যাম্পল, ফ্রিজে মাছ-মাংস রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এদিকে, দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার অভিযোগে ঔষধ প্রশাসন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ দিনের কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন বলে জানা গেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here