পাইকগাছায় ঔষধ দোকানে ভ্রাম্যমান আদালতের ৩৮ হাজার টাকা জরিমানা

0
300

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদের নেতৃত্বে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্যাম্পল রাখা ও জালিয়াতি লাইসেন্সের দায়ে ২টি দোকান সহ ৫টি দোকানে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলার পৌর সদরে মঙ্গলবার দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুল আউয়াল এ জরিমানা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাহিলা ফার্মেসীকে ৩ হাজার, ফারিন ড্রাগ হাউজ ১ হাজার, মোল্লা ফার্মেসী ২ হাজার, মোড়ল ফার্মেসী ২ হাজার এবং রহিমা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সব দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, কোম্পানীর স্যাম্পল ঔষধ এবং নিষিধ পলিথিন ব্যবহার করায় এ জরিমানা করা হয়। এর মধ্যে রহিমা ফার্মেসীর মালিক গোলাম মোস্তফা (লাল)কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও জাল-জালিয়াতির লাইসেন্স থাকায় ৩০ হাজার জরিমানা এবং লাইসেন্স জব্দ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ নিয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার এস,আই বাবুল হোসেন, সার্ভেয়ার সাকিরুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
খবর/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here