পাইকগাছায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বাঁকা বাজার কেন্দ্রের উদ্বোধন

0
445

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করার মধ্যদিয়ে উপজেলায় সর্বপ্রথম পরিচালিত হতে যাচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম। দূরত্ব সহ নানা কারণে যেসব গুরুত্বপূর্ণ প্রত্যান্ত এলাকায় শাখা স্থাপন সম্ভব নয়, ২০১৩ সালের বাংলাদেশ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের অংশ হিসেবে বুধবার সকালে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন ৩ উপজেলার সীমান্তবর্তী রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে উদ্বোধন করা হয় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং বাঁকা বাজার কেন্দ্রের। শুধু বৈদেশিক লেনদেন ছাড়া অত্র কেন্দ্রে সব ধরণের হিসাব খোলা, নগদ লেনদেন ও বিদেশে টাকা পাঠানো যাবে। থাকবে না কোন পাশ ও চেক বই। সকল লেনদেন পরিচালিত হবে আঙ্গুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে। বায়োমেট্রিক পদ্ধতির এ ব্যাংকিং কার্যক্রম গ্রামীন আর্থিক অবস্থার উন্নয়ন করার মধ্যদিয়ে অর্থনৈতিক ভাবে দেশকে আরও এগিয়ে নিবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যাক্ত করেন। ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব খুলনা জোনের মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান কার্যালয় ঢাকার মোঃ মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন, এভিপি ও শাখা প্রধান মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাঁকা বাজার বনিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মেসার্স বাঁকা কৃষি ভান্ডারের এজেন্ট মোঃ কবির আহম্মেদ। খুলনা জোনাল অফিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল মজিদের পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুল হাকিম গোলদার, বনিক সমিতির সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী ও মাওঃ ইকবাল হোসেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here