পাইকগাছায় অস্ত্র গুলি ও মাদকসহ আটক-৩

0
308

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ উপজেলার লক্ষীখোলা গ্রামের কবির সরদারের ছেলে রায়হান সরদার (২৪), একই এলাকার হামিদ মোল্লার ছেলে নাজমুল মোল্লা (২০) ও গোপালপুর গ্রামের দাউদ সরদারের ছেলে ইকরামুল হাসান ওরফে ইমন (২০)কে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রায়হান জানায়, পৌরসভার গোপালপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সাইদুল ইসলামের বাড়িতে অস্ত্র আছে। এরপর রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সাইদুরের বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক সদৃশ পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় রায়হানের নাম উলে¬খ ও সাইদুলকে পলাতক দেখিয়ে পৃথক আরেকটি অস্ত্র আইনে মামলা করা হয়। ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, আটককৃতরা চুরি, ছিনতাই ও মাদক কেনাবেচা সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজ করে আসছিল। আটক রায়হানের স্বীকারোক্তি মোতাবেক সাইদুরের বসত বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) মোঃ রহমত আলী জানিয়েছেন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here