পাইকগাছার সাংবাদিকদের সাথে ইউএনও’র অশোভন আচারণ

0
351

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছার সাংবাদিকদের কার্ড বিতরণে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না স্বেচ্ছাচারিতা ও অনিয়ম করায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাইকগাছার জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিগণ সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলিয়া সুকায়নার সাথে যোগাযোগ করতে তার দপ্তরে গেলে কার্ড দেওয়া হবে বলে ৩ দিন ঘুরিয়ে পর্যবেক্ষণ কার্ড না দিয়ে তিনি সাংবাদিকদের সাথে অশোভন মূলক আচারণ করে ঔদ্বত্য দেখিয়েছেন। গত ২৮ ও ২৯ ডিসেম্বর সাংবাদিকরা কার্ড সংগ্রহের জন্য তার দপ্তরে গেলে তিনি এ অশোভন মূলক আচারণ করেন। ফলে পাইকগাছার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সম্মেলিত পাইকগাছা উপজেলা সাংবাদিক জোট (পাইকগাছা-কপিলমুনি) এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সাংবাদিকদের সাথে অশোভন মূলক আচারণ করায় নিন্দা জ্ঞাপন করে তার প্রত্যাহার চেয়ে বক্তব্য রাখেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ দিন আগে থেকেই আবেদনকারী সাংবাদিকরা তার দপ্তরে খোঁজ নিতে থাকেন কবে কার্ড প্রদান করা হবে। ২৮ ডিসেম্বর সাংবাদিকরা তার অফিসে গেলে তিনি জানান, কার্ড এখনো আসেনি, আসলে দেওয়া হবে, এ কার্ডতো আপনাদের জন্য, আসলে পরে দেওয়া হবে। তিনি আরো বলেন, আপনারা কেনো এসেছেন, আপনাদের কি আমি ডেকেছি। তারপর ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্ড আসলে পরে কার্ড দেওয়া হবে বলে সাংবাদিকদের জানানো হয় এবং তখনও তিনি বলেন, আপনার কেনো এসেছেন, আমি কি আপনাদের ডেকেছি। তিনি এ বিষয়ে স্বেচ্ছাচারিতা করে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে সাংবাদিকরা তাদের বক্তব্যে উলে¬খ করেন। সম্মেলিত পাইকগাছা সাংবাদিক জোট (পাইকগাছা-কপিলমুনি) এর আহবায়ক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনলাইন নিউজ পত্রিকা কপোতাক্ষের সম্পাদক ও দৈনিক আমার একুশের শেখ আব্দুস সালাম, , অনলাইন নিউজ পত্রিকা দীপ্ত নিউজের সম্পাদক ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ দ্বীন মাহমুদ, দৈনিক গ্রামের কাগজের শেখ আব্দুল গফুর, কপিলমুনি রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক শেখ মোসলেম উদ্দীন বাদশা, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ, দৈনিক পাঠকের পত্রিকা ও দৈনিক প্রজন্মের ভাবনার রফিকুল ইসলাম খান, সহ-সম্পাদক –ও দৈনিক জন্মভুমির তপন পাল, সিটি প্রেসক্লাবের কোষাধক্ষ ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার জগদীশ চন্দ্র দে, কপিলমুনি প্রেসক্লাবের কোষাধক্ষও দৈনিক প্রতিদিনের কথার একে আজাদ, প্রবাসী দিগন্তের বার্তা সম্পাদক শেখ সেকেন্দার আলী, দৈনিক খুলনাঞ্চলের স্টাপ রির্পোটার পলাশ কর্মকার, দৈনিক যশোর ও দৈনিক সূপ্রভাত সাতক্ষীরার জিএম মোস্তাাক আহম্মেদ, দৈনিক প্রবাহের এসএম আব্দুর রহমান, দৈনিক আজকের তথ্য ও দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার প্রবীর জয়, দৈনিক দিনকালের আমিনুল ইসলাম বজলু, দৈনিক ভোরের পাতার ও অনলাইন নিউজ পত্রিকা বজ্রকন্ঠের মহানন্দ অধিকারী মিন্টু, বজ্রকন্ঠের সাইফুল ইসলাম, দ্বীপ অধিকারী ও রিপন হোসেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here