পাইকগাছার সরল বাজারের দুটি দোকানে অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

0
287

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গতকাল ভোর রাতে পৌর সদরের সরল বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকান্ডের সূত্রপাত নির্দিষ্ট কেউ কিছু বলতে না পারলেও ব্যবসায়ী উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন সাধারণ ব্যবসায়ীরা।
জানাগেছে, পৌরসভার জেলা পরিষদের আওতাধীন সরল বাজারে ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের হান্নান খাঁ’র ছেলে ইকবাল খাঁ ও ২নং ওয়ার্ড গোপালপুর গ্রামের মৃত জাহান আলী গাজীর ছেলে সিদ্দিক গাজীর দুটি দোকান রয়েছে। যার একটিতে শহিদুল ইসলামের জামাই ইকবাল খাঁ ভাজা (রেস্টুরেন্ট) দোকান রয়েছে। অপরটিতে সিদ্দিক গাজী দীর্ঘদিন চা বিক্রি করে আসছে। ঘটনার দিন গতকাল রাত সাড়ে ৩ টার দিকে হাটের আশপাশের লোকজন সাহরী খাইতে উঠে দেখেন বাজারের ইকবাল ও সিদ্দিকের দোকানে আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে এলাকার লোকজন ছুটে এসে দীর্ঘক্ষণ চেষ্টারপর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে ইকবালের শ্বশুর শহিদুল ইসলাম জানান, ভোর রাতে মানুষের চিৎকার শুনে হাটে এসে দেখতে পাই আমার ও সিদ্দিকের দোকানে আগুন জ্বলছে। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার আগেই দুটি দোকানের চাল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় কাউন্সিলর মোঃ আলাউদ্দীন গাজী জানান, সকালে খবর পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করি। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হাটের অধিকাংশ সাধারণ ব্যবসায়ীরা জানান, এলাকার একটি মহল দীর্ঘদিন বাজারটি নিয়ে ষড়যন্ত্র করছে। বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করে তারা মার্কেট নির্মাণ করার চেষ্টা করে আসছে। ইতোমধ্যে তারা তদবির করে কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে নোটিশও প্রদান করেছেন। যার প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসী প্রতিবাদ সভা করেন। যে সভায় পৌরসভার মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে পাশে থাকার ওয়াদা   দেন। এমতবস্থায় হঠাৎ ভোর রাতে দুটি দোকানে অগ্নিকান্ডের বিষয়টি ব্যবসায়ীদের নিকট সন্ধেহের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here