পাঁচবিবির মাঠ ইরি ধানের শীষে ভরপুর বাম্পার ফলনের অাসা করছে কৃষকরা

0
241

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ চলতি বছর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ইরি-বোর ধানের
বাম্পার ফলন হলেও আশংকায় আছে কৃষক সমাজ। ইতিমধ্যেই মাঠের সকল জমির ধানের শীষ আধা পাকা হয়ে সোনালী আভা ছড়াচ্ছে এবং শীষ গুলো বাতাসে দোল খাচ্ছে। গত কয়েক দিনে বেশ কয়েক বার বৃষ্টি ও শীলা পাথর হওয়াতে এবং প্রায় প্রতিদিন আকাশে কালমেঘ ছেয়ে থাকছে আর মেঘের গর্জন ও বিকট শব্দে আতংকে আছে কৃষক সমাজ।
উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর সভার কৃষকরা প্রায় ২০ হাজার হেক্টর জমিতে এবছর ইরি-বোর ধান রোপন
করেছে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানাযায়। সরজমিনে গিয়ে কথা হয় উপজেলার রতনপুর গ্রামের মামুনুর রশিদ নামের কৃষকের সঙ্গে। তিঁনি বলেন এবছর
শালুয়ার মাঠে এগারো বিঘা জমিতে ইরি ধান রোপন করেছি। এবছর সেচের জন্য বিদ্যুতের তেমন কোন ঘাটতি ছিলনা। ভাল ফলনের আশায় সময় মত সার, কীটনাশক ও জমির আগাছা পরিস্কার করেছি এছাড়া কীট-পতঙ্গ, পোকা মাকড়ের হাত থেকে ধানের গাছকে রক্ষা করতে জমিতে আলোক ফাঁদ ও বাশেঁর কাটিতে করে পলিথিন বেঁধে ধান ক্ষেতে রেখেছি। এতসব যত্বনের ফলে ফলন খুব ভাল হয়েছে তবে আতংকে আছি পহেলা বৈশাখের আগে
থেকেই ঘনঘন বৃষ্টি হচ্ছে আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সেই সঙ্গে প্রচন্ড মেঘের ডাক। মাঠের সব জমির ধানের শীষ বের হয়েছে এবং পাকতে শুরু করেছে এসময় যদি শীল-পাথর হয় তবে সব আশা শেষ হয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুবার রহমান বলেন পাঁচবিবি উপজেলায় এবছর ২০ হাজার হেক্টর
জমিতে কৃষক তাদের ইরি-বোর ধান রোপণ করেছে। কৃষকের ভাল ফলনের জন্য উপজেলা কৃষি অফিস সব ধরনের
পরামর্শ ও সহ সহযোগিতা দিয়ে যাচ্ছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here