পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব সড়ক

0
338

খবর ৭১ঃ পহেলা বৈশাখ ১৪২৬ (আগামী ১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান করবে। নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগত জনসাধারণকে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের এবং বের হওয়ার নিরাপদ পথ ঠিক করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরবাসী যেন আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন এবং উপভোগ করতে পারে সে লক্ষ্যে জনসাধারণের প্রতি পালনের জন্য নিম্নবর্ণিত পরামর্শসমূহ দেওয়া হলো-

রমনা পার্কে প্রবেশের গেটসমূহ :

ক. রমনা রেস্তোঁরা গেট

খ. অস্তাচল গেট (শিশু পার্কের বিপরীতে)

গ. অরুনোদয় গেট (সুগন্ধার বিপরীতে)

সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশের গেটসমূহ :

ক. শিখা চিরন্তন গেট

খ. বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট

গ. তিন নেতার মাজার সংলগ্ন গেট

রমনার বাহির গেটসমূহ :

ক. উত্তরায়ন গেট (মিন্টো রোডের পশ্চিম প্রান্ত)

খ. বৈশাখী গেট (আইইবি এর বিপরীতে)

সোহরাওয়ার্দী বাহির গেটসমূহ :

ক. রমনা কালী মন্দির গেট

খ. আইইবি গেট

প্রবেশ ও বাহির গেটসমূহ :

ক. শ্যামলীমা গেট (কাকরাইল মসজিদের দক্ষিণে)

খ. স্টার গেট (মৎস্য ভবন ক্রসিং)

গ. নতুন গেট (বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি)

বন্ধ থাকবে যেসব গেট :

ক. টিএসসির বিপরীতে গেট

খ. ছবিরহাট গেট

বি. দ্র. নববর্ষের দিন বিকেল ৫টার পর সব প্রবেশ গেট, বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে।

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক ডাইভারশন পয়েন্টসমূহ

১. সোনারগাঁও ক্রসিং

২. বাংলা মটর ক্রসিং

৩. পরিবাগ গ্যাপ

৪. নেভাল চিফ গলি

৫. সাকুরার গলি

৬. পুলিশ ভবন ক্রসিং

৭. সবজি বাগান ক্রসিং

৯. অফিসার্স ক্লাব ক্রসিং

১০. সুগন্ধা ক্রসিং

১১. কাকরাইল চার্চ ক্রসিং

১২. শিল্পকলা একাডেমি গলি

১৩. দুদকের গলি

১৪. কার্পেট গলি

১৫. মৎস্য ভবন ক্রসিং

১৬. ইউবিএল ক্রসিং

১৭. জিরো পয়েন্ট ক্রসিং

১৮. হাইকোর্ট ক্রসিং

১৯. রোমানা চত্বর ক্রসিং

২০. বকশী বাজার ক্রসিং

২১. পলাশী ক্রসিং

২২. নীলক্ষেত ক্রসিং

২৩. কাঁটাবন ক্রসিং

২৪. আজিজ সুপার মার্কেট ক্রসিং

২৫. প্রশাসন একাডেমি গলি

২৬. শাহবাগ ক্রসিং

গাড়ি পার্কিং ব্যবস্থাপনা (একলেনে)

১. হলি ফ্যামিলি হাসপাতাল রোড (উত্তর হতে আগত)

২. পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর হতে আগত)

৩. আব্দুল গণি রোড (পূর্ব-দক্ষিণ দিকের গাড়িসমূহ)

৪. কার্জন হল হতে বঙ্গ বাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ

৫. মৎস্য ভবন থেকে কার্পেট গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ)

৬. শিল্পকলা একাডেমি গলি (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

৭. সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িসমূহ)

৮. কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত (দক্ষিণ-পশ্চিম)

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবেঃ

১. বাংলা মটর-রূপসী বাংলা-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর

২. ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা

৩. মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন

৪. পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং

৫. বকশী বাজার-শহীদ মিনার-টিএসসি

৬. শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর

৭. নীলক্ষেত-টিএসসি

যান চলাচলের বিকল্প রুট

১. মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরী-নিউ মার্কেট-আজিমপুর-বকশী বাজার-চাঁনখার পুল-গুলিস্তান

২. রাসেল স্কোয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান

৩. মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান

৪. ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here