পলাশবাড়িতে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট নিহত

0
629

খবর৭১:আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়িতে বন্দুকযুদ্ধে জেলার অন্যতম শীর্ষ মাদক সম্রাট রাজু মিয়া (৪২) নিহত হয়েছে। এঘটনায় র‌্যাব’র ২ সদস্য আহত হয়েছেন।
একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১৩ (রংপুর)’র একটি বিশেষ টীম উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে অভিযান চালায়।
এসময় র‍্যাব টিমের উপর আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রাজু নিহত হয়। এসময় বিপুল পরিমাণ গাঁজা, বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব টিম। বন্দুকযিদ্ধে র‌্যাব’র ২ সদস্য আহত হন। নিহত মাদক সম্রাট রাজু মিয়া উপজেলার বরিশাল ইউপির সাবেক সদস্য আব্দুল জব্বরের পুত্র। হেরোইন পল্লী বলে পরিচিত রাইগ্রামের সাবেক ইউপি সদস্য হেরোইন সম্রাট মৃত আব্দুল জব্বারের পুত্র। নিহত রাজুর বিরুদ্ধে পলাশবাড়ি- গোবিন্দগঞ্জ ছাড়াও জেলার বিভিন্ন থানায় প্রায় ৩ ডজন মামলা রয়েছে।
থানা অফিসার ইনচার্জ- মাহমুদুল আলম জানান, বুধবার বিকালে ময়না তদন্ত শেষে রাজুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here