পরিবারতন্ত্র নয়, গণতন্ত্রে আস্থা রাখুন: মোদী

0
275

খবর৭১ঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে খোঁচা মেরে টুইট করেছেন। এ টুইটে তিনি লিখেন, ‘পরিবারতন্ত্রে নয়, গণতন্ত্রে আস্থা রাখুন। কারণ, পরিবারতন্ত্র দেশের উন্নতিতে নয়, সংস্থা গড়তে সাহায্য করে। সংবাদমাধ্যম থেকে লোকসভা। সংবিধান থেকে আদালত। কিছুই বাদ যায়নি।’

বুধবার (২০ মার্চ) সকালে এ টুইট করেন মোদী।

কংগ্রেসকে ভারতী প্রতিরক্ষা বিভাগ সম্মান করেনা মন্তব্য করে মোদী লিখেন, ‘১৯৪৭ সালের পর থেকে প্রতিরক্ষা বিভাগে ক’টা দুর্নীতি হয়েছে, মনে করুন। সেই কারণেই প্রতিরক্ষা বিভাগ কংগ্রেসকে সম্মান করে না।’

মোদীর দল তথা ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি আগামী ২৫ মার্চ থেকে দেশজুড়ে মেগা প্রচার অভিযান শুরু করবে। লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিভিন্ন আঞ্চলিক দলের জোটের কাছে বেশ চাপেই আছে তারা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here