পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগ

0
346

খবর ৭১ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুকে শাহরিয়ার আলম লিখেন, ‘আমার ফেসবুকের ওপর অনেক অত্যাচার হয়েছে সারারাত। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।’

তারেক রহমানের পাসপোর্টের প্রমাণসহ যে পোস্ট দেওয়া হয়েছিল তা অন্য কেউ মুছে দিয়েছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর এই পোস্টে লাইক পড়েছে ১৩ শত, কমেন্ট পড়েছে ২৮৫টি এবং শেয়ার হয়েছে ৩০ বার।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে জমা দিয়েছেন বলে দাবি করেন শাহরিয়ার আলম। এর পরই সোমবার (২৩ এপ্রিল) তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

আইনি নোটিশে বলা হয়, ১০ দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করতে। তা না হলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। এ ছাড়া দৈনিক কালেরকন্ঠ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককেও আইনি নোটিশ পাঠানো হয় এই খবর প্রকাশ করার জন্য।

এর পরে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার একটি নথি দেখিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আর বাংলাদেশের নাগরিক নন। একই সঙ্গে তার ব্যক্তিগত ফেসবুকে তিনি তারেক রহমানের পাসপোর্টের কয়েকটি স্থির চিত্র আপলোড করেন। কিন্তু এখন আর সেই পোস্ট নেই।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here