পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তারেকের উকিল নোটিশ

0
270

খবর ৭১ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে তারেক রহমানের আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রেজিস্ট্রি ডাকযোগে এই উকিল নোটিশ পাঠান।

কায়সার কামাল সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমেকে এই উকিল নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন—পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারেক রহমানকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই প্রতিমন্ত্রী এমন বক্তব্য দিয়েছেন।

কায়সার কামাল বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন উল্লেখ করে আগামী ১০ দিনের মধ্যে তা প্রত্যাহার করার কথা বলা হয়েছে নোটিশে। বক্তব্য প্রত্যাহার করা না হলে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান।’

চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে দীর্ঘ ৯ বছর ধরে সেখানে অবস্থান করছেন। সেখান থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here