পরমাণু স্থাপনায় যাওয়ার অনুমতি দিয়েছেন কিম: মাইক পম্পে

0
656

খবর৭১:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়া তাদের বন্ধ করা পরমাণু স্থাপনা দেখানোর জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

অবশ্য সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যকার বৈঠকের পর থেকেই এ ধরনের পরিদর্শনের দাবি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসন নিশ্চিত হতে চায়, পিয়ংইয়ং পরমাণু স্থাপনা বন্ধ করেছে কিনা।
সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পম্পেও বলেন, কিমের সঙ্গে গত রবিবার বৈঠকের সময় পরমাণু ইস্যুর দীর্ঘ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

উত্তর কোরিয়ার দাবি, চলতি বছরের মে মাস থেকেই ওই পরমাণু স্থাপনা বন্ধের কাজ শুরু হয়েছে। যদিও আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষককে সেখানে যেতে দেওয়া হয়নি।

পম্পেও দাবি করেছেন, কিম জং উন গত রবিবারের বৈঠকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যাওয়ার অনুমতি দিয়েছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here