পদ্মা সেতুর পাশে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন আব্দুল আলীম বেপারী

0
451

শরীয়তপুর প্রতিনিধি:
আগামী ১৩ অক্টোবর পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে পদ্মা সেতু এলাকায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পরিদর্শন শেষে শিবচর কাঠালবাড়ী ঘাটে এক জনসভায় প্রধান অতিথি থাকবেন তিনি। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুল আলীম বেপারী।
পরিদর্শনকালে আলহাজ্ব আবদুল আলীম বেপারী বলেন, জননেত্রী শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে অগ্রগতি। শেখ হাসিনা ক্ষমতায় আছেনই বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা হয়। তাই এই পদ্মাসেতু কাজের অগ্রগতি পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ওই অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের প্রয়োজনেই জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মুন্সী, সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সহ-সভাপতি মো. সেলিম, সুজন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, পারভেজ মোল্লা, প্রচার সম্পাদক রোমান আকন্দ, সহ-ধর্ম সম্পাদক মেহেদী হাসান, সদস্য মালেক হোসেন অপু, জাজিরা উপজেলা সভাপতি সারোয়ার হোসেন মৃধা, সাধারন সম্পাদক এমদাদ হোসেন মাদবর, সহ-সভাপতি খোকন মোল্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন পাটোয়ারী, সোহাগ খান, রিজভী আহম্মেদ মনির, রিয়াজ সরদার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন স্মরণ, বাপ্পা দত্ত। এছাড়াও আবদুল আলীম বেপারীর সফর সঙ্গী ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান মামুন। পরে তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here