পদ্মার ভাঙনরোধে শীঘ্রই স্থায়ী রেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে :এনামুল হক শামীম

0
175

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়িয়ার মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি বন্যা, প্রাকৃতিক দূযোর্গ-দূর্বিপাকে সবসময় এদেশের মানুষের পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবে। অতিশীঘ্রই পদ্মা নদীর ডানতীর রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। যা একনেকে ইতিমধ্যে অনুমোদন হয়েছে। সোমবার বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার নদী ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সম্প্রতি পদ্মায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ এবং আহতদের আওয়ামীলীগের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান বিএম শাহজাহান, কেদারপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাহজাহান শাহজাহান প্রমূখ। এসময় এনামুল হক শামীমের সকলকে পদ্মায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের যার যার অবস্থান থেকে পাশে দাঁড়ানোর আহবান জানান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here