পদত্যাগ করলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল

0
246

খবর৭১:নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্কেনেইডারম্যান পদত্যাগ করেছেন। এর আগে, চারজন নারী তাঁর বিরুদ্ধে শারীরিকভাবে আক্রমণ করার অভিযোগ উত্থাপন করেন।

এই পরিপ্রেক্ষিতেই এরিকের পদত্যাগ বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, সম্প্রতি দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে ওই চার নারীকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে নারীরা তাঁদেরকে মারধরের অভিযোগে এরিক স্কেনেইডারম্যানকে অভিযুক্ত করেছেন। এর মধ্যে দুজনকে স্কেনেইডারম্যানের সাবেক গার্লফ্রেন্ড বলে শনাক্ত করা হয়েছে।

এদিকে, গত সোমবার এক বিবৃতিতে স্কেনেইডারম্যান বলেন, গত কয়েক ঘণ্টায় আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে যার মুখোমুখি আমি লড়াই করছি।

নারী নির্যাতনে অভিযুক্ত এই স্কেনেইডারম্যানই নারীদের যৌন নিপীড়ন সংশ্লিষ্ট আন্দোলন হ্যাশট্যাগ মি টু আন্দোলনের একজন সমর্থক বলে জানা গেছে। আপাতদৃষ্টিতে স্কেনেইডারম্যানকে একজন নারী অধিকারকর্মী মনে হলেও তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উত্থাপিত হওয়ায় বিস্মিত অনেকেই।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here