পত্নীতলায় প্রতিপক্ষের বিরুদ্ধে দুই শতাধিক আম গাছ কেটে ফেলার অভিযোগ

0
217

মো.আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে দুই শতাধিক আমগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে । সোমবার সকালে উপজেলার ঘোষনগর ইউনিয়নের বাগমার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আলী হাসান মঙ্গলবার পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা জেছে, পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের বাগমার গ্রমের আলী হাসান ও ছবেদ আলী বাগমার মৌজার ৩৫৫ দাগে ২৯ শতক জমি দীর্ঘ ৪৮ বছর দখল ভোগ করে আসছিলেন। গত কয়েক দিন আগে ওই জমি মালিকানা দাবী করে একই গ্রামের আফতাব মন্ডল ও আবজাল মন্ডল ৫ লাখ টাকা  দাবী করে। দাবীকৃত টাকা না পেয়ে সোমবার সকালে আফতাব মন্ডলের নেতৃত্বে ছবেদ আলী, লুৎফর রহমান, মজিবর রহমান, নুরুজ্জামান, আনোয়ারসহ ১০-১২ জনের একটি দল বিরোধর্পূন জমিতে প্রবেশ করে দুই শতাধিক আমগাছ কেটে ফেলে। এ ঘটনায় মঙ্গলবার জমির মালিক আলী হাসান পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে প্রতিপক্ষ আফতাব মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ শ্রী পরিমল কুমার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিয়োগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here