পটুয়াখালীর মির্জাগঞ্জে এক রাতে ১০ ঘরে চুরি

0
230

রাকিব হাসান ,পটুুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী গ্রামে শনিবার রাতে ১০টি বসতঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরদল এসব বাড়ী থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা,স্বর্নালংকার ও মোবাইলসেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তবে সংঘবদ্ধ চোরেদল এসময় কোন বাড়ীতে সিঁদ কাটা ছাড়াই চুরির ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর পেয়ে রবিবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জসীম উদ্দীন ও মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের সাথে কথা বলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেউলী গ্রামের টেলিকম ও কসমেটিকস্ ব্যবসায়ী মোঃ বাবুল খাঁনের বসত ঘর থেকে নগদ ৬৫ হাজার টাকা ও স্বর্নের চেইন, বশির খাঁনের ঘর থেকে নগদ ৫ হাজার টাকা,৪টি স্বর্নের আংটি ও ২টি মোবাইল সেট,ইউনুস খাঁনের ঘর থেকে ২ হাজার ৭০০ টাকা ও ১টি স্বর্নের চেইন,রাসেল খাঁনের ঘর থেকে নগদ ৫ হাজার টাকা,২টি মোবাইল সেট ও ২টি স্বর্নের আংটি, মাছ ব্যবসায়ী মোঃ আবু আলম হাওলাদারের ঘর থেকে নগদ ৪৬ হাজার টাকা, রফিকুল ইসলাম টুকু আকনের ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা ও ২টি স্বর্নের চেইন ও চুন্নু আকনের ঘর থেকে নগদ ৩ হাজার টাকা ও ২টি মোবাইলসেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এঘটনার পরে রবিবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার স্যার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন। তবে কারা ও কিভাবে এ ঘটনা ঘটিয়েছে এবং সংঘবদ্ধ চোরের দলকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here