পটুয়াখালীর কলাপাড়ায় ১ যুগ আগের পিডিবির বকেয়া বিল আদায়ের নামে গ্রাহক হয়রানি!

0
376

রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধি : প্রায় ১৪ বছর আগের পিডিবির বকেয়া বিদ্যুত বিল আদায়ের নামে পল্লী বিদ্যুতের উদ্যোগে ৯৫৬ গ্রাহককে হঠাৎ মামলার লিখিত নোটিশ দেয়ার প্রতিবাদে আজ রবিবার বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহর পট্টিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। নাগরিক উদ্যোগ কলাপাড়া সংগঠন এ সমাবেশ করে। বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের সমন্বয়ক কমরেড নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, রাখাইন লুফ্রু মাস্টার, সংগঠক প্রভাষক নিজাম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ১৪ বছর আগের বিদ্যুত বিল বকেয়া থাকলে পল্লী বিদ্যুতে হস্তান্তরের পরের বছর কিংবা এর পরে কেন হিসাবান্তে আদায় করা হয়নি। এছাড়া বহু গ্রাহক জানান, তাদের ফি বছর বিদ্যুত বিল বকেয়া নেই এমন ছাড়পত্র রয়েছে। তাদেরকেও নোটিশ দেয়া হয়েছে।
পল্লী বিদ্যুত সমিতিসুত্রে জানা গেছে, পল্লী বিদ্যুত সমিতি পিডিবির বকেয়া বাবদ ৩৫ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের জন্য তারা ৯৫৬ জন গ্রাহককে এ ধরনের নোটিশ দিয়েছেন। রবিবারের প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, পল্লী বিদ্যুত সমিতি বিল তৈরির ৭/৮দিন পরে গ্রাহককে পৌছে দেয়। মাত্র সাতদিন সময় পায় পরিশোধের। এছাড়া ফি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, সমন্বয়ের নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এছাড়া সংযোগ-পুনঃসংযোগ ফি হঠাৎ অতিরিক্ত বৃদ্ধি করার প্রতিবাদ জানান। এসব অনিয়ম আর দুর্নীতি বন্ধে এবং পিডিবির আমলের কথিত বকেয়া আদায়ের নামে হয়রাণি বন্ধের আহ্বান জানান। নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। বর্তমানে এনিয়ে বিদ্যুত গ্রাহকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here