পটুয়াখালীর কলাপাড়ায় কানুনগো ও তহশীলদারকে আদালতের শোকজ

0
272

রাকিব হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি : কলাপাড়ায় আদালতের নির্দেশ পালনে গাফেলতির কারনে কলাপাড়া ভূমি অফিসের কানুনগো ও চাকামইয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কে শোকজ দিয়েছেন আদালত।
মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মোঃ মনিরুজ্জামানের আদালত চাকামইয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোঃ খলিলুর রহমান কে শোকজ করেছে। একই দিন পৃথকভাবে কলাপাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভির রহমানের আদালত কলাপাড়া ভূমি অফিসের কানুনগো মোঃ আলতাফ হোসেনকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের পৃথক আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চাকামইয়া গ্রামের জনৈক লতিফ সরদার জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের মারধর, ক্ষতিসাধন ও খুন-জখমের হুমকীর অভিযোগে কাঞ্চন হাওলাদার সহ ৬জনকে বিবাদী করে বিগত ১২ জুন ২০১৬ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে চাকামইয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী (তহশিলদার) কে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এরপর দীর্ঘদিনেও ওই তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করার বিষয়টি আদালতের নজরে এলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঙ্গলবার এ শোকজ প্রদান করেন।
অপরদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভির রহমানের আদালত কলাপাড়া ভূমি অফিসের কানুনগোকে জমির দখল সংক্রান্ত অসম্পূর্ণ প্রতিবেদন আদালতে দাখিলের জন্য স্ব-শরীরে তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের আদেশ প্রদান করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here