পটুয়াখালীতে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন

0
514

খবর৭১:রাকিব হাসান,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে দুই দিনব্যাপী বিন্যামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী লতিফ স্কুল মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মো.ফয়েজ আহমেদ।
জেলা প্রশাসক ড.মাছুমুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এডভোকেট মো. শাহাজাহান মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মাঈনুল হাসান, পৌরসভা মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী আলমগীর। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল আই কেয়ার ইনইষ্টিটিউট এর সহযোগিতায় জেলার পৃথক তিনটি স্থান লতিফ স্কুল, ভায়লা মাধ্যমিক বিদ্যালয় ও গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে রোগীদের প্রাথমিক বাছাই ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। যে সকল রোগীদের অপারেশন ও লেন্স সংযোজনের প্রয়োজন হবে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হবে। জেলার সহস্রাধিক রোগী এ ক্যাম্প থেকে সেবা পাবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here