পঞ্চম দিনের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

0
414

খবর৭১:মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পঞ্চম দিনের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা দাবি আদায়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।

রাজধানীর মিরপুরের কালশী ও শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। এর ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুর রোড ও মিরপুর-বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ অবরোধকৃত রাস্তা চালু করার জন্য উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী পোশাক কারখানার মালিকরা বেতন দিচ্ছে না বলে অভিযোগ করছেন বিক্ষোভরত শ্রমিকরা। এছাড়া কাজের পরিবেশ নিয়েও তাদের অনেকে অভিযোগ করেন।

মূল সড়ক থেকে কর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here