পঞ্চগড়ে গম বীজ নিয়ে প্রতারণা, কৃষক হতাশ, দেখার কেউ নেই

0
317

মো: দবিরুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় জেলার সদর উপজেলার ১০নং গড়িনাবাড়ী ইউনিয়নে ২৯ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় ফুটকিবাড়ী বাজারে লাকী বীজ ভান্ডারের মালিক মো: লাবু এর দোকানে ও জগদলের বীজ ব্যবসায়ী মো: বারেক এর দোকানে বিএডিসির বারী ২৬ প্যাকেটে অন্য গম দিয়ে পুনরায় সেলাই দিয়ে বিক্রয় করার সময় মুড়াবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য মো: সপিজুল ইসলামের ব্যপক সন্দেহ হয়। এ সময় বিএডিসির অন্য একটি প্যাকেটের সাথে গম বীজ মিলিয়ে দেখা হলে ব্যপক গড়মিল চোখে পড়ে। এ সময় প্রায় দুই শতাধিক কৃষক জড়ো হয়ে বীজ ব্যবসায়ী লাবু ও বারেকের দৃষ্টান্ত শাস্তি দাবি জানায়।

নতুনবস্তি গ্রামের কৃষক মো: পজির উদ্দীন জানায়,বীজ ব্যবসায়ী লাবু প্রতিবছর ই গম,ধান,ভুট্টার বীজ বাড়ীতে প্যাকেট করে বাজারে বিক্রয় করে আসছে।ফলে বীজ সঠিকভাবে অঙ্কুরোদগম হয় না আবার মানসম্মত ফলন পাওয়া যায় না।

প্রতেক্ষদর্শী সুত্র‌ে জানা যায়,লোকজনের ভয়ে নিজের তৈরী প্যাকেট গুলো তাড়াতাড়ি পরিবর্তন করে প্লাস্টিক বস্তায় ভরে রাখে। তবে ১০বস্তার ২০০ কেজি গম আটকে রাখা হয় এবং স্থানীয় কৃষি উপসহকারী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।সব বস্তার সেলাই এলোমেলো দেখা যায়।

বীজ ব্যবসায়ী মো: লাবু বলেন তার ১ টি এবং মো: বারেকের ৯ টি বস্তা নিয়ে যায় লোকজন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here