নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

0
469
নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

খবর৭১ঃ
রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে এক সময় সংঘর্ষে জড়িয়ে পরে দুই দলের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে দলের প্রতিক্রিয়া ব্যক্ত করার কিছু পরেই সংঘর্ষ শুরু। তবে পরিস্থিতি অবনতি হতে থাকলে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন। তারা নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কের পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। পরে দুই পক্ষেই মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা চলছে। সংঘর্ষের শুরু থেকেই থেমে উত্তেজনা বিরাজ করছিল। নয়া পল্টনে নাইটিংগেল ভবনে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ সমর্থকরা। পুলিশ এসে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here