নয়াপল্টনের হামলা সরকারের পরিকল্পিত: বিএনপি

0
225

খবর ৭১: বিনা উস্কানিতে মনোনয়ন ফরম নিতে আসা নেতাকর্মীদের উপর সরকার পরিকল্পিতভাবে হামলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মানবজমিনকে একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এরপর তিনি কার্যালয়ের নিচে নেমে বক্তব্য রাখেন। নেতাকর্মীদের শান্ত রাখার চেষ্টা করেন।
তিনি বলেন, সরকার প্রধানের নির্দেশেই এই হামলা হয়েছে। সরকার বিভিন্ন ভাবে উস্কানি দেবে। আপনারা তাদের ফাঁদে পা দেবেন না।
এদিকে দুপুর পৌনে একটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা হয়। একপর্যায় তা সহিংসতায় রূপ নেয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কা ধাক্কি হলে হেলমেট কেড়ে নেয় নেতাকর্মীরা। পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে। কয়েক হাজার নেতাকর্মীকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উপস্থিত নেতাকর্মীরা আশেপাশের মার্কেট, হোটেল, শপিং মল ও গলিতে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here