নড়িয়ায় শামীমের পক্ষে ও নৌকার সমর্থনে কেন্দ্রভিত্তিক কমিটির কর্মীসভা

0
351

শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের পক্ষে ও নৌকা মার্কার সমর্থনে শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার ৭ টি ভোট কেন্দ্রের কেন্দ্রভিত্তিক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ নভেম্বর ২০১৮) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা রকমত আলী সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, জেলা পরিষদের সম্মানিত সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য শওকত ফকির, আওয়ামীলীগ নেতা মান্নান সরদার, সামছুল হক সরদার, হযরত আলী রাড়ি, ডাঃ জগদীশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বিল্লাল হোসেন প্রমূখ। এসময় সহা¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের ব্যাপক উন্নয়নের লক্ষে এনামুল হক শামীমকেই এমপি হিসেবে প্রয়োজন। সে লক্ষে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে চাকধবাজারে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ওই ইউনিয়নের সকল ভোট কেন্দ্রের কেন্দ্রভিত্তিক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ডিএম শাহজাহান সিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী ওহাব বেপারী, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন সহ কেন্দ্রভিত্তিক কমিটি, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রায় সহাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী ওহাব বেপারী বলেন, বাংলাদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই। দেশের উন্নয়নের প্রয়োজনেই শেখ হাসিনাকে আবারওক্ষমতায় আনতে হবে। আর নড়িয়া-সখিপুরের ব্যাপক উন্নয়নের স্বার্থেই এনামুল হক শামীমকে এমপি হিসেবে প্রয়োজন। তাই সকলকে একযোগে নৌকার পক্ষে কাজ করতে হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here