নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফির সাথে সকল প্রশাসন প্রধানদের মতবিনিময়!

0
266

উজ্জ্বল রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নড়াইলঃ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার সাথে মতবিনিময় করেছেন নড়াইল জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নড়াইলের সিভিল সার্জন মুন্সী আসাদুজ্জামান, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমসহ নড়াইল জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ প্রমুখ। মতবিনিময় সভা চলাকালে সকল প্রতিষ্ঠান প্রধানগণ তাদের কর্মক্ষেত্রের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এ সকল সমস্যার কথাগুলি সাংসদ মনোযোগ সহকারে শ্রবণ শেষে নানাবিধ দিক নির্দেশনা দেন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলাকে অচিরেই মাদকমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষে প্রশাসনের সাথে সাথে সকলকে একযোগে কাজ করতে হবে। মাদক, জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিসহ কোনো ধরনের অন্যায় সুপারিশ নিয়ে কেউ আমার কাছে আসবেন না। এছাড়াও কেউ যদি আমার নাম ভাঙ্গিয়ে অর্থ বা কোনো অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে তাৎক্ষনিক তাঁকে জানানোর জন্য নির্দেশনা দেন। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইল জেলাকে আমরা ইতোমধ্যে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে গড়তে সক্ষম হয়েছি। এছাড়াও গ্রীন নড়াইল, ক্লিন নড়াইলও অনেকটা বাস্তবায়িত হয়েছে। সেই সাথে নড়াইলকে মাদকমুক্তকরণের লক্ষে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতি সামাজিক ব্যাধি। এ অপরাধগুলো কখনোই সভ্য সমাজের কাম্য হতে পারে না। এ কারণে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার সাথে একাত্মতা ঘোষণা করে দ্রুতই নড়াইলকে মাদকমুক্ত জেলা হিসেবে দাঁড় করানো হবে বলেও তিনি বলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here