নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৯তম জাতীয় বিজ্ঞানে তাশরীফ নেওয়াজের অভাবনীয় সাফল্য

0
505

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

বিজ্ঞানে নড়াইলের সন্তান তাশরীফ নেওয়াজ অভাবনীয় সাফল্য লাভে সক্ষম হয়েছে। যার ধারাবাহিকতায় বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
সে নড়াইল জজকোর্টের স্বনামধন্য এ্যাডভোকেট নেওয়াজ মাহমুুদ তুহিন ও গৃহিনী মাফরুহা জেসমিনের সন্তান এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার (১২ এপ্রিল) নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড ক্যাটাগরিতে ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাশরীফ নেওয়াজ দুটিতেই ১ম স্থান অধিকার করতে সক্ষম হয়।
তার এই অভাবনীয় সাফল্য অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠীসহ বিভিন্ন স্তরের লোক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য যে, তাশরীফ নেওয়াজ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং ৮ম শ্রেণিতে ১ম স্থান অধিকারী।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here