নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

0
277

উজ্জ্বল রায় ,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মহসিন মোল্যা (৪২)। সে নড়াইল সদর উপজেলাধীন বাগডাঙ্গা গ্রামের তোবারক মোল্যার ছেলে। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে নড়াইল সদর থানা পুলিশের চৌকশ টিমের সদস্যরা মহসিনকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, মহসিন গোপনে এলাকায় ইয়াবার ব্যবসা করছে বলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নিকট একটি খবর আসে। ওই খবরের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি নড়াইল সদর থানার এএসআই মনির, ইলিয়াস ও রেজাউলকে সাথে নিয়ে ওই এলাকায় যায়। সেখানে গিয়ে মহসিনকে গ্রেফতার করলে তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিনকে ৩০ পিদ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয়েছে বলে তিনি জানান। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইয়াবা ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়ায় ইয়াবা ব্যবসায়ীদের দমনে আমাদের জিরো টলারেন্স অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here