নড়াইল শহরকে অপরাধমুক্তকরণের লক্ষে সারা শহর ক্যামেরার নিয়ন্ত্রণে

0
255

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল শহরকে অপরাধমুক্তকরণের লক্ষে ধাপে ধাপে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। রবিবার (২৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে সারা শহর সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে চলে এসেছে। আর এ সকল সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করবেন নড়াইল জেলা পুলিশের একটি টিম। নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সকল সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলাকে অপরাধমুক্তকরণের লক্ষে সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ সিসি ক্যামেরার মাধ্যমে অনেক গোপন কর্মকাণ্ড প্রকাশ্যে আনা যায়। এ কারণে পুরো নড়াইল শহরকে ইতোমধ্যে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্ততপক্ষে অপরাধীরা সিসি ক্যামেরার ভয়ে নিজেরা অপরাধবোধ থেকে কিছুটা হলেও দূরে থাকবে। এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে এ সকল সিসি ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলেও তিনি মনে করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here