নড়াইল পুলিশ লাইনের মেসের খাবার উন্নতকরণের লক্ষে পুলিশ সুপারের মতবিনিময়

0
227

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল পুলিশ লাইনের মেসের খাবার উন্নতকরণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় নড়াইল পুলিশ লাইন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার কার্যক্রম পরিচালিত হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবাল মাহমুদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আমিনুজ্জামানসহ নড়াইল জেলায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, নড়াইল জেলার পুলিশ জেলাবাসীর নিরাপত্তা বিধানের লক্ষে নিরলস পরিশ্রম করে চলেছে। যারা পুলিশ মেসে থেকে দায়িত্ব পালন করছে তাদের খাবার মানের বিষয়টিও তিনি মতবিনিময় সভায় তুলে ধরেন। তিনি বলেন, খাবার থেকেই কর্মক্ষমতা হ্রাস/বৃদ্ধি পায়। এজন্য খাবার মান ভালো হওয়াটাও জরুরি। পুলিশ সুপার নিজে সরেজমিনে পুলিশ মেস পরিদর্শন করেন এবং সেখানকার খাবারের মানও পর্যবেক্ষণ করেন। নড়াইল পুলিশ লাইন মেসের খাবার মান ভালো থাকলেও তিনি আরও ভালো করার জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, ভেজাল ও বাসি খাবার থেকে দূরে থাকতে হবে। সর্বদা টাটকা ও ভেজালমুক্ত খাবার পুলিশ সদস্যদের পরিবেশন করার জন্যও বলেন। ### ছবি সংযুক্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here