নড়াইল নড়াগাতি চাপাইল সড়করে বেহাল অবস্থা কয়েকটি অংশ ছোটখাট পুকুরে পরিণত

0
462

 

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতি চাপাইল বেহাল সড়কটি অবস্থা রাস্তাতো নয় যেন পুকুর জেলার থেকে শহর যাতায়াতের চাপাইল সড়কটি ভেঙে পড়েছে।সামান্য বৃষ্টি হলেই প্রচন্ড জলাবদ্ধতা সৃষ্টি হয় সড়কটিতে। এরই মধ্যে ভেঙে ছোটখাট পুকুরে পরিণত হয়েছে সড়কটির বেশ কয়েকটি অংশ। ফলে এর বেশ কিছু অংশই এখন চলাচলের উপযোগী নয়। সড়কটি এখন যেন মরণফাঁদ। সড়কটি অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ছোট-খাটো গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনগুলোকে চলতে হচ্ছে হেলেদুলে। ছাটখাট পুকুরে পরিণত হয়েছে সড়কটির বেশ কয়েকটি অংশ। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, বশেষ করে নড়াইলের চাপাইলে মধুমতি নদীর উপর সেতু নির্মান হওয়ায় খুলনা –গোপালঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এ রাস্তাটির গুরুত্ব বেড়ে যাওয়ায় এ পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার রিকশা, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, টেম্পু, মোটরসাইকেল, ভটভটি, অটোরিকশা, ভ্যান, সাইকেল, বিভিন্ন কোম্পানীর মালবাহী গাড়িসহ অফিসিয়াল যানবাহন চলাচল করে। রাস্তা ভাঙ্গার কারণে প্রায় প্রতিদিনই লোকজন বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাত্রীরা চলাচল করছেন। মাঝে মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে মাঝে মধ্যে ইট-বালু-পাথর দিয়ে মেরামত করা হলেও কিছুদিন পর আবার পূর্বের অবস্থার সৃষ্টি হয়। কাদা কারণে দোকানপাট বন্ধ রাখতে হয় নড়াইলের নড়াগাতি চাপাইল ঘাটের মুদি দোকানদার পলাশ বলেন, রাস্তাঘাট ভাঙ্গাচোরা, বর্ষায় কাদা আর গ্রীস্মে ধুলাবালির কারনে ঠিকমতো দোকানে বেচাকেনা করা কঠিন । বড় বড় যানবাহন যখন দ্রুত চলে যায় অনেক সময় দোকানে ধুলা এবং কাদা ছিটে আসে । এ অবস্থাতে ব্যবসা করা খুবই কষ্টকর । স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজের এক ছাত্র ইব্রাহিম শেখ বলেন,রাস্তাঘাটে প্রচুর পরিমানে গর্ত থাকায় গাড়িতে চলতেই ভয় লাগে।অটোরিকশা চালক জুয়েল ভুইয়া বলেন অটো চালানো কঠিন হয়ে পড়ে।যাত্রীরা আতংকিত হয় এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। তার পরেও পেটের তাগিদে ঝুকি নিয়ে যানবাহন চালাতে হয় ।খনড়াইল নড়াগাতি চাপাইল সড়করে বেহাল অবস্থা কয়েকটি অংশ ছোটখাট পুকুরে পরিণত।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here