নড়াইলে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের

0
262

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের জামরিলডাঙ্গা আলতাফ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী রোজিনা (১৪) নামে এক কিশোরীর রহস্যজনক মুত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার ( ১১জুন) সকালে নিহতের মা তাহমিনা বেগম ৮ জনের নাম উল্লেখসহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশ। ময়না তদন্ত শেষে ঘটনার ১২ দিন পর হত্যা মামলা দায়ের করা হল। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের জামরিলডাঙ্গা গ্রামের হেবজুল্লাহ বিশ্বাসের ছেলে স্কুল থেকে ঝরে পড়া বখাটে আজিমুল বিশ্বাস (১৮) একই গ্রামের আকিবর মল্লিকের কিশোরী কন্যা রোজিনাকে প্রায়ই উত্যক্ত করতো। সুযোগ পেলে রোজিনার বাড়িতে যেত এবং বিয়ের প্রলোভন দেখাত। এক পর্যায় অবুঝ কিশোরীকে ফুঁসলিয়ে গত মার্চ মাসে নিজ বাড়িতে নিয়ে আজিমুল দৈহিক মেলামেশা করার ফলে সে গর্ভধারণ করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ মে আজিমুল রাতের আঁধারে রোজিনার ঘরে প্রবেশ করে। বাইরে থেকে দরজা আটকে আজিমুলের পিতা-মাতাকে খবর দেয় রোজিনার অভিভাবক। বিষয়টি লোক জানাজানি হওয়ার পূর্বে সুচতুর আজিমুল রোজিনাকে নিয়ে ২৮ মে সন্ধ্যায় পালিয়ে তাদের বাড়িতে ওঠে। ওইদিন রাত সাড়ে আটটার দিকে খোঁজ নিয়ে রোজিনার বাবা-মা তাকে নিয়ে আসতে চাইলে আজিমুলের মা হেনা বেগমের ছেলে-মেয়ের সম্পর্কের স্বীকৃতির আশ্বাসে রেখে আসেন। পরেরদিন ২৯ মে সকালে রোজিনার বাড়ীর নিকটে একটি কঁচা গাছের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের মা তাহমিনা বেগম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘গত ২৮ মে গভীর রাতে আসামীরা এক জোট হয়ে আমার মেয়েকে ঘর থেকে বের করে দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে মারপিট করে মারাতœক জখম করে। এরপর আসামী আজিমুল ও তার সঙ্গীরা রোজিনার ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে কঁচা গছের সঙ্গে ঝুলিয়ে রাখে। যে কারণে আজিমুলসহ তার সহযোগিদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।’এ প্রসঙ্গে নড়াইলের কালিয়া থানার ওসি তদন্ত এবং মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইকরাম হোসেন আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান,‘ কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সোমবার সকালে একটি হত্যা মামলা থানায় রেকর্ড করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here