নড়াইলে ৬০পিছ ইয়াবাসহ আটক-১

0
655

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন (২৫)। সে নড়াইল জেলার ডহর চাচরী গ্রামের মানান শেকের ছেলে শুক্রবার (১৩ এপ্রিল) রাত ১০,৩০ মিনিটে গ্রেফতার করে। জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নয়ন, এএসআই আলমগির এএসআই সোহেল, এএসআই রাজাক এএসআই হাবিব, এএসআই নাহিদ, এএসআই মোস্তফা, কনস্টেবল ওুলিয়ার, আজাদ হুসাইন,ও জব্বার হোসেন অভিযান চালিয়ে তাকে নড়াইলের ডহর চাচরী এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। এ প্রসঙ্গে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামান নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল জেলা থেকে মাদক নির্মূল করতে ডিবি পুলিশ সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদকসেবী, ব্যবসায়ীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণাই পুলিশের কাজ। কাজেই এ সকল অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবে না।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here