নড়াইলে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান

0
311

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিমউদ্দিনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর ত্রর মো.শাহীদুল ইসলাম শাহী, মোঃ ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ,সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, এ সময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকেরা। উনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here