নড়াইলে ২ রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারীসহ গ্রেফতার ২

0
255

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল থেকেঃ নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ২ রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারী ও দালালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মচারী মুরাদ হোসেন ও দালাল রফিকুল ইসলাম। দালাল রফিকুল সাতক্ষীরার কলারোয়া থানার দেয়ারা গ্রামের হানিফ গাজীর ছেলে। মঙ্গলবার (১৭ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার বিকেলে মুরাদ হোসেনকে তার কর্মস্থল নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিস হতে এবং রফিকুলকে ওইদিন গভীর রাতে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে গত ৯ এপ্রিল দুপুরে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নুর ফাতেমা (২১) ও জয়নাব বিবি (২৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কক্সবাজারের উখিয়ার কুতুবপাল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ৫০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের কামাল হোসেন (২৫) তাদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নড়াইলে নিয়ে আসেন। এ সময় কামালকেও আটক করা হয়। কামাল বান্দরবান জেলার আদর্শ গ্রামের সৈয়দ নবীর ছেলে। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের মাধ্যমে নড়াইল পাসপোর্ট অফিসে আসেন নুর ফাতেমা ও জয়নাব। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দেয়া হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের পাসপোর্ট করার কাজে সহযোগিতা করার অজুহাত দিয়ে ( ভয় দিয়ে) পুলিশ নড়াইলের পাসপোর্ট অফিস এলাকার একাধিক লোকের নিকট হতে অর্থ হাতিয়ে নিয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here