নড়াইলে ২৬ বোতল বাংলা মদসহ দু’জনকে গ্রফতার

0
463

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ২৬ বোতল দেশী তৈরী বাংলা মদসহ দু’জনকে পুলিশ আটক করেছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, শুক্রবার (১৪সেপ্টেম্বর)বেলা ১২টার সময় নড়াইলের কালিয়া শহরের চাঁদপুর ঈদগাহ চৌরাস্তা থেকে মোটর সাইকেলসহ তাদেরকে আটক করা হয়। তারা হলো উপজেলার বিপুর গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে রুবেল শেখ(৩৫) ও মিরন শেখের ছেলে জনি শেখ(২০)। জানা যায়,কালিয়া উপজেলার বড়দিয়া থেকে মোটর সাইকেলযোগে একটি বস্তায় ২৬ বোতল মদ নিয়ে কালিয়া পৌরসভার চাঁদপুর ঈদগাহের চৌরাস্তায় পৌঁছালে কালিয়া থানার এসআই শিমুল তাদের গতিরোধ করে।পরে বস্তা খুলে তল্লাশি করে ওই মদসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম ,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here