নড়াইলে হয়ে গেল ঐতিহ্যবাহী আকাশের তীরে ঘুড়ি উৎসব!

0
806

খবর৭১:উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের সরকারি আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত উৎসবে ঘুড়ি ওড়ানো ও সুতা কাটা প্রতিযোগিতায় বিভিন্ন আকারের প্রায় ৭০টি ঘুড়ি অংশগ্রহণ করে। এছাড়া নারীদের অংশগ্রহণে বালিশ খেলা ও অতিথিদের অংশগ্রহেণ হাড়িভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। ‘ইচ্ছে হলে উড়াই ঘুড়ি/মন আকাশের তীরে’ এ শ্লোগানকে ধারণ করে ঐতিহ্য শেকড়ের সন্ধানে এ উৎসবের আয়োজন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ  অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে তরুন থেকে শুরু করে নানা বয়সীরা ইন্টারনেট, ফেসবুক, আকাশ সংস্কৃতি, মাদকের কারনে ক্রীড়া ও বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আমরা এতো বেশি কর্মব্যস্ত হয়ে পড়েছি যে বিনোদনের কোন সুযোগ পাই না। দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের পূরনো ঐতিহ্যকে ধরে রাখা প্রয়োজন। নড়াইলের
বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ,  শিশুুসহ     নানা বয়সী হাজারো দর্শক ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here