নড়াইলে সড়ক দূর্ঘটনাজনিত ইস্যুতে শিক্ষার্থীদের প্রভাবিত না হওয়ার পরামর্শ দিলেন ডিসি ও এসপি

0
305

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে সড়ক দূর্ঘটনাজনিত ইস্যুতে শিক্ষার্থীদের প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। শনিবার (৪ আগস্ট) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ পরামর্শ প্রদান করা হয়। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এবং নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিমসহ নড়াইলের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা পর্ষদের সভাপতিবৃন্দ প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশে সড়ক দূর্ঘটনাজনিত যে ইস্যু তৈরি হয়েছে তা শান্তিপূর্ণভাবে মীমাংসা করা সম্ভব। কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী কোমলমতি শিক্ষার্থীদের ফুঁসলিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। অপরদিকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, ছাত্ররা জাতির ভবিষ্যৎ। পড়াশুনা বাদ দিয়ে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করা কোনো শিক্ষার্থীর নিকট থেকে কাম্য হতে পারে না। এ কারণে কাউকে যদি এ ঘটনার নিন্দা জানাতেই হয় তাহলে জেলা প্রশাসকের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের উদ্দেশ্যে আরও বলেন, নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আন্দোলনের নামে নৈরাজ্য পরিহার করে সুন্দর জীবনযাপনে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কেউ যদি এগুলো মানতে না চায় তাহলে তৎক্ষণাৎ বিষয়টি শিক্ষা অফিসারকে অবগত করার নির্দেশ দেন। শিক্ষা অফিসার ব্যর্থ হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মিলে বিষয়টির সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here