নড়াইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

0
203

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নড়াইলের লোহাগড়া দুপ্রকে’র সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান,অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  যশোর জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল গফফার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমএম আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন নাহার, মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসনাত পিন্টু, জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, লোহাগড়া দুপ্রকের সাধারণ সম্পাদক মারুফ সামদানী প্রমুখ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রতিনিধি, নড়াইল জেলা অনলাইন প্রেসক্লাবের ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, মোঃ ইমরান হোসেন নড়াইল, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন, সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মোল্যা (বাগডাঙ্গা),বুলু দাস, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাইফুল ইসলাম বাবু, আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ। শিক্ষক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তর ও নার্সবৃন্দ।“দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচলে বাঁচবে দেশ” “নিজের কল্যাণের জন্যই দুর্নীতি মুক্ত থাকব”এ বিষয়টিকে সামনে রেখে বক্তারা বলেন, লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনের তুলনায় ডাক্তারদের সংখ্যা কম। এত কম সংখ্যক ডাক্তার প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসা সেবায় দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। সত্যিই প্রশংসনীয়। তবে সেবার মান বৃদ্ধিতে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন তারা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here