নড়াইলে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে স্ত্রীর ৩ বছরের কারাদন্ড

0
264

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ নড়াইলে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করার অভিযোগে মামলার বাদী স্ত্রী ফারহানা খানম আশাকে তিন বছর সশ্রম কারাদ- ও ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন বিচারক। জনাকীর্ন আদালতে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শেখ আব্দুল আহাদ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আশা জেলার সদর থানার বিছালী ইউনিয়নের মীর্জাপুর গ্রামের স.ম. ফয়সালের মেয়ে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মামলার বিবরণে জানা গেছে, ফারহানা খানম আশা ২লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে গুরুতর জখম করার ঘটনা দেখিয়ে তার স্বামী মোঃ সুজল মোল্যা, শ্বশুর চাঁন মিয়াসহ ৩জনের বিরুদ্ধে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করে। রোববার (২৪ ফেব্রুয়ারি) এ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় ট্রাইবুনালের বিচারক আসামিদের খালাস দেন। পরে চাঁন মিয়া বাদি হয়ে ২০১৪ সালের ২০ অক্টোবর মিথ্যা মামলার বাদী ফারহানা খানম আশাসহ ৪জনের বিরুদ্ধে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামী ফারহানা খানম আশার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক এ রায় দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here