নড়াইলে সুলতান উৎসবকে ঘিরে প্রতিযোগিতায় অসছে এবার পুতুল মজুমদারের নতুন বাইচের নৌকা!

0
558

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:সুলতান উৎসবকে ঘিরে নড়াইলে বড় ধরনের নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। বিভিন্ন জেলা থেকে বাইচে অংশ নিতে বড় বড় নৌকা আসে। নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতাও হয়ে থাকে। নড়াইলের পুতুল মজুমদার নিজে একটি নতুন নৌকা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। নড়াইল সুলতান উৎসব নৌকা বাইচে এবার নিজের নৌকা নামাবেন পুতুল মজুমদার ।এলাকায় বিনোদনমূলক অনুষ্ঠান হলেই থাকে তাঁর সরব উপস্থিতি। বিয়ের পর সংসারের অজুহাত দিয়ে তাঁর এই আগ্রহে ইতি টানেননি; বরং আরও ব্যাপকভাবে নেমেছেন নানা আয়োজনে। এলাকার ছেলেমেয়েদের সংগঠিত করে নাচ, গান, নাটক, যাত্রাপালা করা তাঁর চিরদিনের শখ। নড়াইলে নারী ফুটবল খেলার প্রচলনের প্রধান উদ্যোক্তাও তিনি। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এমন উচ্ছল মানুষটির নাম পুতুল মজুমদার (৪৫)। বাড়ি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়ারা গ্রামে। এক ছেলে ও এক মেয়ের মা তিনি। স্বামী গণেশ মজুমদার। স্বামীর পেশা কৃষিকাজ। পুতুল মজুমদারের ছোটবেলা কেটেছে বাড়ির পেছনের বিশাল বিলের সঙ্গে। সারা বছরই বিলজুড়ে থইথই করে পানি। তখন নৌকা, তালের ডোঙা, কলাগাছের ভেলা যাতায়াতের একমাত্র বাহন হয়ে দাঁড়ায়। তাই ছোটবেলাতেই এলাকার শিশু-কিশোর, নারী-পুরুষ সবাই এগুলো চালানো শিখে নেয়। পুতুল মজুমদার যখন এগুলো চালানো শিখেছেন, তখন তিনি কিশোরী। প্রতিবছরই ওই বিলের পানিতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান উৎসব উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে পুরুষের পাশাপাশি নারীদেরও নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। তবে নারীদের নৌকাগুলো হয় ডিঙি নৌকা। পুতুল মজুমদার অন্যের ডিঙি নৌকা নিয়ে সেই সব প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছেন। তবে এবারই প্রথম নিজের নৌকা নিয়ে তিনি নৌকা বাইচে অংশ নিতে যাচ্ছেন। তাও ডিঙি নৌকা নয়, নৌকাবাইচের জন্য উপযোগী প্রচলিত নৌকা নিয়েই নামতে যাচ্ছেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর শিল্পী সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে চার দিনব্যাপী সুলতান উৎসব। নানা আয়োজনের মধ্যে চিত্রা নদীতে থাকছে নারী-পুরুষের নৌকাবাইচ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এবার থাকবে পুতুলের নিজের নৌকা। নিজের নতুন নৌকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পুতুল মজুমদার জানান, ৩০ হাত লম্বা এবং ৪ হাত চওড়া এ নৌকা তৈরি করতে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী নৌকাটি উদ্বোধন করেছেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজনীতিবিদ নজরুল ইসলাম। পুতুল মজুমদার বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে আমার নৌকা দেখতে মানুষজন বাড়িতে ভিড় করছেন। সবাই আশীর্বাদও করছেন। জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী সুলতান উৎসবকে ঘিরে নড়াইলে বড় ধরনের নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। বিভিন্ন জেলা থেকে বাইচে অংশ নিতে বড় বড় নৌকা আসে। নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতাও হয়ে থাকে। নড়াইলের পুতুল মজুমদার নিজে একটি নতুন নৌকা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here