নড়াইলে সার্বজনীন শীতলা মন্দিরের মূর্তি ভাংচুর!

0
674

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশিষ্ট সেতার বাদক রবি শংকর ও উদয় শংকরের স্মৃতি বিজড়িত বাস ভবনের সামনে ডাকবাংলা চত্ত্বরের পাশেই সার্বজনীন শীতলা মন্দিরের পাঁচ দেব-দেবীর মূর্তি ভাংচুর করেছে দুবৃত্তরা। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, পর থেকে শুরু হওয়া যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সন্ধ্যার পূর্ব মুহুর্তের কোন এক সময় মূর্তিগুলি ভাংচুর করা হয়েছে বলে জানান স্থানীয়রা। এ অনুষ্ঠানে প্রধান রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো.শমসের আলী ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের চাপের মুখে তড়িঘড়ি করে রবিবার দুপুরে পাঁচ দেবদেবীর মুর্তি নবগঙ্গা নদীতে বিসর্জন দেয়া হয়েছে । মন্দিরের সেবায়েত ইতিকা রাণী সূত্রধর জানান, ঘটনাস্থলের পাশে একটি অনুষ্ঠান চলাকালীন সময় সন্ধ্যারদিকে ইতিকা রাণী সূত্রধর প্রতিদিনের মতো প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থণা করতে যেয়ে মন্দির প্রাঙ্গণে শীতলা দেবী,শিব ঠাকুর,ব্রম্মা,বিষ্ণু ও মা মঙ্গল চন্ডী দে- দেবীর মূর্তিগুলো ভাংচুর করা অবস্থায় এলোমেলো পড়ে থাকতে দেখে প্রার্থণা না করে ফিরে যান এবং মন্দির কমিটির সদস্যদের খবর দেয়। শনিবার (১১ নভেম্বর) প্রার্থণাকালীন সময় মূর্তিগুলো অক্ষত ছিল বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছিুক একাধিক মন্দির কমিটির সদস্যরা জানান, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে উচ্ছৃঙ্খল যুবকদের দ্বারা মূর্তি ভাংচুরের ঘটনা ঘটতে পারে। সরেজমিন গিয়ে দেখা যায়,মন্দিরটি সংস্কার করা হচ্ছে। পাশে টিনের ছাপড়া ঘরে মূর্তিগুলোর মাথা বিচ্ছিন্ন,হাত ভাংচুর অবস্থায় পড়ে রয়েছে। মুর্তি ভাঙ্গার কারণে শনিবার সন্ধ্যা থেকে মন্দিরটিতে পূজা-অর্চনা বন্ধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন,মুর্তিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। মন্দির কর্তৃপক্ষ বিসর্জন দিয়েছেন। ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। এ প্রসঙ্গে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো.শমসের আলী এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন‘মুর্তি ভাঙ্গার কোন ঘটনা ঘটেনি। অভিযোগও পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here