নড়াইলে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার ৫ আসামিকে কারাগারে প্রেরণ

0
245

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মশিয়ার রহমান (৫০) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান অভিযুক্তসহ ৫ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামি এনায়েত শেখ,নূরন্নবী শেখ,আলী করিম, আলী কদর বিশ্বাস ও রজিবুল শেখ হাজির হলে বিচারক মো: আলমাস মৃধা জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, দৈনিক যশোর পত্রিকার নড়াইল (লোহাগড়া) প্রতিনিধি মশিয়ার রহমান গত ৮ মার্চ সকালে উপজেলার লাহুড়িয়া-হ্যাচলাগাতির বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে আজিজুলের বাড়ির সন্নিকটে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা এলাকার বহু অপকর্মের হোতা,সন্ত্রাসী এনায়েত শেখ ও নূরন্নবী শেখের নেতৃত্বে ১২/১৩ জন সন্ত্রাসী মিলে এলোপাতাড়িভাবে সাংবাদিকের মাথায় ও শরীরের অন্যান্য স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত্যুপ্রায় ভেবে ফেলে রেখে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।এ জখমের পর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের পর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে আজও তিনি পুরোপুরিভাবে সুস্থ্য হয়ে উঠেননি। এ ঘটনার পরের দিন ৯মার্চ ঘটনার সাথে সম্পৃক্তদের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়।মামলা নং-৮১। আহত মশিয়ারের ছেলে এডভোকেট আব্দুর রাকিব নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, বুধবার (১৯-এ্রপিল)চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামি এনায়েত শেখ,নূরন্নবী শেখ,আলী করিম, আলী কদর বিশ্বাস ও রজিবুল শেখ হাজির হলে বিচারক মো: আলমাস মৃধা জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকার সরকারি গাছ কাটাসহ সন্ত্রাসীদের বিভিন্ন অপকর্মের খবর পত্রিকায় প্রকাশের জের ধরে আমার পিতাকে সন্ত্রাসীরা হত্যার চেষ্টা চালায়।এ হত্যা চেষ্টার পিছনে স্থানীয় প্রভাবশালী এক জনপ্রতিনিধির মদদ রয়েছে বলে তিনি জানান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here