নড়াইলে সরুশুনা গ্রামে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, শিশুসহ আহত ১২

0
400

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:■ মঙ্গলবার (৫-জুলাই,২০১৮)-(কোড নং- ২৭৪) ১৬৭৭৪২১১২৫)
নড়াইলের সরুশুনা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে শিশুসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। সোমবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরুশুনা গ্রামের বাচ্চু শেখ ও গোলজার শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। রবিবার বিকেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এরই জের ধরে সোমবার ভোরে বাচ্চু শেখের লোকজন ঢাল, সড়কি, ইটপাটকেল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ গোলজার শেখের বাড়িতে হামলা চালায়। এতে গোলজার শেখের সমর্থক সালাউদ্দিন শেখ (৫০), অন্তর শেখ (১৯), সামাদ শেখ (২৮), রিয়াজ শেখ (২২), মানোয়ার শেখ (৩৫) ও মেহেদী শেখের ৪ বছর বয়সী ছেলে সোহেল আহত হয়।
হামলাকালে গোলজার শেখের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রতিপক্ষ বাচ্চু শেখের লোকজনকে ধাওয়া করলে সংঘর্ষ বাঁধে এবং এক পর্যায়ে বাচ্চু শেখের লোকজন পিছু হটে স্থানীয় মাঠের দিকে পালিয়ে যায়।
এসময় বাচ্চু শেখ গ্রুপের মিলন মুন্সী (২৫), মিঠু শেখ (৫০), হাছু মোল্যা (৪৫), উজ্জ্বল শেখ (৩০) ও ইমারন মুন্সী (২২) আহত হন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা সেবা গ্রহণ করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমবার (৪ জুন) নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, খবর শোনার পর পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here