নড়াইলে সরকারী বই কালো বাজারে বিক্রি, প্রধান শিক্ষকসহ ৮ জনের নামে মামলা

0
578

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের শালনগর মডার্ণ একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিন সহ ৮ জনের নামে মাধ্যমিক স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেণীর সরকারী বই কালো বাজারে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশনের সিডিউল ভুক্ত বিধায় দুর্নীতি দমন কমিশন বরাবর প্রেরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ ও মামলাসূত্রে জানা গেছে, উপজেলার শালনগর মর্ডান একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মহিউদ্দীন বিদ্যালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতৃক অনুমোদিত ৭ম, ৮ম, ৯ম এবং ১০ম শ্রেণীর ২০১৭ – ২০১৮ সালের বই শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিতরণ না করে কেজি দরে বিক্রি করে দেন। গত শনিবার দুপুরে বিদ্যালয় থেকে বইগুলি বিক্রি করা হয় পাশ্ববর্তী লাহুড়িয়া বাজারের ভাঙ্গাড়ী ব্যবসায়ী ইকরামুল বিশ্বাস ও লাল চাঁদের কাছে। ক্রেতা বই বিদ্যালয় থেকে রাত নয়টার সময় নিয়ে য়াওয়ার সময় এলাকাবাসী মন্ডলবাগ বাজার এলাকা থেকে আটক করে পুলিশকে খবর দেয়।পরে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিকুল ইসলাম জব্দ করে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান খান তসলুর রহমানের জিম্মায় রাখেন। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় রোববার রাতে মামলাটি দায়ের করেন। থানার অফিসার মোঃ শফিকুল ইসলাম আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশনের সিডিউল ভুক্ত বিধায় দুর্নীতি দমন কমিশন বরাবর প্রেরণ করা হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here