নড়াইলে শিশু রোখসানার উপর নির্যাতনকারী সোনিয়ার জামিন না মঞ্জুর

0
231

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের শিশু রোখসানার উপর ঢাকার নিজ বাসায় নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় মামলার প্রধান আসামি মোসাঃ সোনিয়া বেগম (৩৫) আত্মসমর্পণ করেছেন। আত্মসমপর্ণের পর সোনিয়ার আইনজীবি তার পক্ষে জামিনের আবেদন করলে নড়াইল জেলা বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আরো বেশি শুনানির লক্ষে তার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করেন। সোনিয়া বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন খলাপাড়া গ্রামের মোঃ পলাশ মোল্যা (আসাদুল্লাহর) স্ত্রী। তারা সকলেই ঢাকার ওয়ারী রোডের বাসায় বসবাস করছেন এবং পলাশ পেশায় একজন ব্যবসায়ী। উল্লেখ্য, নড়াইলের মেয়ে রোখসানা সোনিয়ার বাসায় গৃহকর্মীর কাজ করতো। কিন্তু সোনিয়া অকারণে রোখসানাকে এত পরিমাণ মারধর করেছে যে তার জীবন এখনও অবধি ঝুঁকির মধ্যে রয়েছে। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে। তারপর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করলে সোনিয়া আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here