নড়াইলে শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা ছাত্রলীগের সি. যুগ্ন সাধারন সম্পাদক

0
410

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে হার্টের সমস্যায় আক্রন্ত চা বিক্রেতা লিটন মোল্লার একমাত্র শিশুপুত্র রহমানুল ইসলাম জীবনের চিকিৎসার যাবতীয় খচর দেবার আশ্বাস দিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সি. যুগ্ন সাধারন সম্পাদক এম, এম, কামরুজ্জামান কামরুল। জানা যায়, তরুণ ছাত্রনেতা কামরুল উক্ত শিশু জীবনকে নিয়ে লেখা নড়াইল প্রেস.কম এর একটি প্রতিবেদন দেখে তিনি খুব মর্মাহত হন এবং সঙ্গে সঙ্গে শিশু জীবনের পিতা লিটন মোল্লার সাথে যোগাযোগ করে অতিদ্রুত চিকিৎসার সম্পূর্ণ টাকা (৫০,০০০) দিতে তাকে আশ্বস্ত করেন। সমাজসেবক ছাত্রনেতা কামরুল  জানান, ‘এই অসহায় শিশুটির নির্মম খবর দেখে আমি খুবই মর্মাহত হয়েছি এবং তাৎক্ষনিকভাবে ঐ পরিবারের সাথে যোগাযোগ করে খুব শিগগির সব চিকিৎসা খরচ দিয়ে শিশু জীবনকে দ্রুত সুস্থ হবার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দিয়েছি। আমার সাথে যৌথভাবে শিশু জীবনকে এক মার্কিন প্রবাসীও সহযোগীতা করবেন। আমি শিশু বান্ধব মানুষ, শিশুদের প্রচণ্ড ভালোবাসি, তাদের কষ্ট-দুঃখ বিপদ দুর্ঘটনা আমি সহ্য করতে পারি না। এই সমাজে যারা সম্পদশালী আছেন তাদেরও দায়িত্ব এ রকম ঘটনায় সাহায্যের হাত বাড়ানো’। শিশু জীবনের পিতা লিটন মোল্লা  জানান,’ আমি অনেকের দ্বারে দ্বারে ঘুরিছি সবাই মুখি মুখি ম্যালা রকম উপদেশ দেছে কিন্তু টায়া কেউ দি নাই। আল্লাহ্ কামরুল ভাইরে ওছিলা কইরে দেছে। কামরুল ভাইর এই ঋণ আমি কোনোদিন শোধ করতি পারবো না, খালি তার জন্যি আল্লাহ্র কাছে পরাণ ভইরে দুয়া করবো। আল্লাহ্ যেন কামরুল ভাইরে আরো মানষিরে উপুকার অরার সুযোগ দেয়’। উল্লেখ্য, নড়াইল সরকারি শিব শঙ্কর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রহমানুল ইসলাম জীবন (৮)। শহরের পুলিশ লাইন মোড়ের চা বিক্রেতা লিটন মোল্লার এক মাত্র সন্তান সে। হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশুটি। অর্থভাবে দীর্ঘদিন ধরে আঁটকে আছে শিশুটির চিকিৎসা সেবা।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here