নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
300

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এতে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মো. জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিজয় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ,একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, চ্যানেল নাইন ও বাংলা নিউজ টুয়েন্টি ফোরের নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হোসেন,অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী, মিলাদ ও বিশেষ প্রার্থনা, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here